All Bangla News

সৌরভ গাঙ্গুলী আবারও সিএবি সভাপতি নির্বাচিত

abn
abn
দীর্ঘ ছয় বছর পর সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ ছয় বছর পর আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই পদে নির্বাচিত হলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক।

এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা চার বছর সিএবির সভাপতির দায়িত্ব পালন করেন গাঙ্গুলী। পরবর্তীতে ২০১৯ সালের শেষের দিকে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হন এবং সিএবি থেকে পদত্যাগ করেন। এরপর তার বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলী দায়িত্ব গ্রহণ করেন সিএবির সভাপতি হিসেবে।

সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ফের সিএবি সভাপতি হওয়াকে বাংলার ক্রিকেট অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।