All Bangla News

সেমিফাইনালের অগ্রণী ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

abn
abn
২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টি সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। যে দল জিতবে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে, হারা দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোর পর্বে আজ অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। অঘোষিত সেমিফাইনাল হিসেবেই দেখা হচ্ছে এই লড়াইকে। যেখানে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটির ফলেই নির্ধারিত হবে কে যাবে ফাইনালে, আর কে ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে।

টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র ৫ বার, আর পাকিস্তান জয় পেয়েছে ২০ ম্যাচে। সবমিলিয়ে পরিসংখ্যানে স্পষ্টভাবেই এগিয়ে আছে বাবর আজমের দল।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে ভরসা খুঁজছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচে দুটিতে জয় পেয়েছে টাইগাররা। এশিয়া কাপের আগে ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সবশেষ তিন ম্যাচের হিসেব করলে এগিয়ে আছে টাইগাররাই।

আজকের ম্যাচ জিতলেই ভারতকে সঙ্গী করে ফাইনালে খেলবে বিজয়ী দল। ফলে ক্রিকেটপ্রেমীদের চোখ এখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিকেই। কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে—বাংলাদেশ নাকি পাকিস্তান, কে হবে ভারতের প্রতিপক্ষ ফাইনালে।