আরও একটি হতাশার গল্প লিখল লিওনেল মেসির ইন্টার মায়ামি। লিগস কাপের ফাইনালে সিয়াটেলের কাছে ৩-০ গোলে হার মেনে শিরোপা হাতছাড়া করেছে এমএলএস ক্লাবটি। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত হয় জমজমাট এই ফাইনাল।
ম্যাচের পরিসংখ্যান, বল দখল ও পাসের দিক থেকে এগিয়ে থাকলেও অন-টার্গেটে একটিও শট নিতে পারেনি মায়ামি। আর এই ব্যর্থতাই তাদের শিরোপা স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে।
খেলার ২৬ মিনিটে প্রথম গোল পায় সিয়াটেল। সতীর্থের তুলে দেওয়া বলে বক্সের বাইরে থেকে হেড করে জালে পাঠান ডি রোসারিও। ১-০ ব্যবধানেই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল মায়ামি। সুয়ারেজের বাড়ানো বল ডি-বক্সের ভেতরে পান লিওনেল মেসি। কিন্তু গোলরক্ষকের সামনে দাঁড়িয়ে শটটি উড়িয়ে মারেন তিনি।
৮৪তম মিনিটে ইয়ানিক ব্রাইট ফাউল করলে পেনাল্টি পায় সিয়াটেল। স্পট-কিক থেকে গোল করেন আলেক্স রোলড্যান। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে তৃতীয় গোলটি করেন পল রথরক। ফলে ৩-০ গোলের জয়ে শিরোপা উৎসবে মাতে সিয়াটেল।
এই হারে দীর্ঘ হলো মেসির নতুন ট্রফির অপেক্ষা। সবশেষ ২০২৪ সালে ইন্টার মায়ামির হয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছিলেন আর্জেন্টাইন তারকা। তার শিরোপা সংখ্যা ৪৬-এ থেমে রইল, ৪৭তম শিরোপার খোঁজে আরও অপেক্ষা করতে হবে তাকে।