All Bangla News

মেসির নৈপুণ্যে নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফে ইন্টার মায়ামি

abn
abn
লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে হারিয়ে এমএলএস কাপ প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে শীর্ষ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। বুধবার রাতে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ফ্লোরিডাভিত্তিক এই ক্লাব।

আর্জেন্টাইন সুপারস্টার জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে সামনে থেকে নেতৃত্ব দেন। এর ফলে ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এমএলএস গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন তিনি। এলএএফসি’র দেনিস বুয়াঙ্গাকে দুই গোলে পিছনে ফেললেন মেসি।

মায়ামির হয়ে লুইস সুয়ারেজ ও তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড বালতাজার রদ্রিগেজও গোল করেন। তিন ম্যাচ নিষেধাজ্ঞা শেষে মাঠে নেমেই স্কোরশিটে নাম লেখান সুয়ারেজ।

প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করলেও ৪৩তম মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে মেসির থ্রু-বলে গোল করেন রদ্রিগেজ। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মায়ামি। ৭৪তম মিনিটে চমৎকার চিপ শটে গোল করেন মেসি। এরপর ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ এবং ৮৬তম মিনিটে মেসির নিখুঁত ফিনিশিংয়ে বড় জয় পায় ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি।

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলেও হাতে আছে দুই ম্যাচ। ফলে সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়েও টিকে আছে দলটি।

টানা তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। আসন্ন এমএলএস কাপ প্লে-অফে দ্বিতীয়বারের মতো মাঠে নামতে যাচ্ছেন তিনি। ধারাবাহিক এই পারফরম্যান্সে ২০২৫ এমভিপি পুরস্কারের অন্যতম প্রধান দাবিদার হয়ে উঠেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।