বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ১০০ গোল করার ইতিহাস গড়লেন পর্তুগিজ মহাতারকা। এর পাশাপাশি জাতীয় দলের হয়েও তিন অঙ্কের গোল রয়েছে তার ঝুলিতে। তবে, ব্যক্তিগত অর্জনের রাতেই দলীয় সাফল্যের দেখা মিললো না। সৌদি সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে আল আহলির কাছে হেরে শিরোপা হারিয়েছে আল নাসর।
শনিবার (২৩ আগস্ট) হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আল আহলির গোলরক্ষক এদুয়ার্দো মেন্দির দুর্দান্ত সেভে ৫-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে আল আহলি।
টাইব্রেকারের প্রথম তিন শটে রোনালদো, মার্সেলো ব্রোজোভিচ ও জোয়াও ফেলিক্স গোল করলেও ব্যর্থ হন আব্দুল্লাহ আল-খাইবারি। তার নেয়া নিচু শট ঠেকিয়ে নায়ক বনে যান মেন্দি। অপরদিকে আল আহলির সবকটি শটই লক্ষ্যভেদ করে।
ম্যাচের ৪১তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এটি ছিল আল নাসরের জার্সিতে তার ১০০তম গোল। ক্লাবটির হয়ে ১১৩তম ম্যাচে এসে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ এবং ইউভেন্তাসের হয়ে ১০১ গোল করেছিলেন সিআরসেভেন। এই রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন ইসিদ্রো লাঙ্গারা, রোমারিও ও নেইমারকে—যাদের প্রত্যেকেরই তিনটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ১০০ গোল রয়েছে।
তবে ব্যক্তিগত ইতিহাসের রাতে দলীয় ব্যর্থতার হতাশা এড়াতে পারেননি রোনালদো। ২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এটি তার তৃতীয় ফাইনাল হারের স্বাদ। এ পর্যন্ত সৌদি ক্লাবটির হয়ে একমাত্র বড় সাফল্য এসেছে ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে।
৪০ বছর বয়সী রোনালদো এখনও ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও জ্বলজ্বলে পারফরম্যান্সে আলো ছড়িয়ে যাচ্ছেন। তবে তার অপেক্ষা রয়ে গেছে আল নাসরের হয়ে একটি বড় ট্রফির।