All Bangla News

ডাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: গয়েশ্বর

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, কারণ ছাত্র সমাজ সচেতন রয়েছে। তিনি জানান, ছাত্রদল সমর্থিত প্যানেলের বিজয়ে আশাবাদী বিএনপি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে বিএনপি একটি স্বনির্ভর দেশ গড়ে তুলবে।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৯ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি পদে প্রার্থী ৪৫ জন এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী ১৯ জন।

ছাত্রদল সমর্থিত ভিপি পদে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। জিএস পদে প্রার্থী কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। আর এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।