All Bangla News

সুপ্রিম কোর্টের হাতেই থাকবে বিচারকদের নিয়ন্ত্রণ: হাইকোর্ট

abn
abn

।। ডেস্ক রিপোর্ট।।  
এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর সংশ্লিষ্ট বিধান বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন করতে হবে।

এর আগে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। গত ১৩ আগস্ট এ রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় এবং রায়ের জন্য এ দিন নির্ধারণ করা হয়েছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আর ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

উল্লেখ্য, ২০ এপ্রিল বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে বেঞ্চ গঠন করা হয়। পরে ২৩ এপ্রিল চূড়ান্ত শুনানি শুরু হয়।

বর্তমানে প্রযোজ্য (সংশোধিত) সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত। তবে ১৯৭২ সালের মূল সংবিধানে এ দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত ছিল।

আইন বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে বিচারকদের বদলি ও শৃঙ্খলা নির্ধারণ বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। হাইকোর্টের এই রায় বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।