All Bangla News

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জন নিহত

abn
abn

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার (৬ মাইল) গভীরে।

সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিবিসি জানায়, তালেবান সরকারের বরাত দিয়ে জানা গেছে, ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধসে পড়েছে অসংখ্য ঘরবাড়ি, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্গম পার্বত্য এলাকায় বহু গ্রামে ঘরবাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে। ভূমিধস ও বন্যার কারণে অনেক অঞ্চলে কেবল আকাশপথে পৌঁছানো সম্ভব হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তালেবান প্রশাসন আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তা চেয়েছে।

ভূমিকম্পের তীব্রতা রাজধানী কাবুল থেকেও অনুভূত হয়। উৎপত্তিস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভবনগুলো কেঁপে ওঠে।

এদিকে উদ্ধারকাজ অব্যাহত থাকলেও দুর্গম অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকর্মীরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন।