ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যু ঘিরে এখনো ধোঁয়াশা কাটেনি। ইতোমধ্যে তার মরদেহের দুটি ময়নাতদন্ত সম্পন্ন হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল কাজ করছে।
জুবিনের অকাল প্রয়াণে শোকাহত তার অসংখ্য ভক্ত ও অনুরাগী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দেশটির বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন। বলিউড থেকে টালিউড—শোবিজের তারকারাও গায়কের মৃত্যুতে শোকাহত।
দুর্গাপূজার এক অনুষ্ঠানে আবেগঘন পরিবেশনায় জুবিনকে স্মরণ করেন টালিউড তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি গেয়ে শোনান জুবিনের জনপ্রিয় গান ‘আমি তোমারই থাকব’ এবং গাইতে গাইতে বলেন, “জুবিন দা, আমরা সারাজীবন তোমারই থাকব।” গানটি ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা পরাণ যায় জ্বলিয়া রে–তে ব্যবহৃত হয়েছিল, যা দারুণ জনপ্রিয়তা পায়।
শুভশ্রী ছাড়াও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়সহ টালিউডের বহু তারকা শোক প্রকাশ করেছেন। জুবিনের মৃত্যুর পর থেকে শোকাচ্ছন্ন গায়ক পাপন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “তোমার কথা খুব মনে পড়ছে ভাই। যেখানেই থাকো, ভালো থেকো।” একই সঙ্গে তিনি আসাম সরকারের কাছে দ্রুত তদন্তের দাবি জানান।
পাপন তার পোস্টে উল্লেখ করেন, “দ্রুত তদন্তের অনুরোধ জানাচ্ছি। আমরা যে উত্তর খুঁজছি, সেগুলো যেন তাড়াতাড়ি পাওয়া যায়।”