All Bangla News

শাহরুখ ও আরিয়ান দুজনেই পাগলাটে: করণ জোহর

abn
abn
শাহরুখ ও আরিয়ান দুজনেই পাগলাটে: করণ জোহর

বলিউডে পরিচালক করণ জোহর ও অভিনেতা শাহরুখ খানের বন্ধুত্ব বহুদিনের এবং বহুল আলোচিত। করণ প্রায়ই শাহরুখকে তাঁর ‘ভাই’ বলে সম্বোধন করেন। সম্প্রতি শাহরুখের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ছবি ‘ব্যাডাস অফ বলিউড’-এ অভিনয় করেছেন করণ। এই প্রসঙ্গে এক ইউটিউব সাক্ষাৎকারে শাহরুখ ও আরিয়ানের ব্যক্তিত্ব ও কাজের ধরন নিয়ে মুখ খুলেছেন এই নির্মাতা।

এক আবেগঘন নোটে করণ জোহর আরিয়ানকে উল্লেখ করেছেন তাঁর “প্রথম সন্তান” হিসেবে। তিনি বলেন, “আরিয়ান অসাধারণ প্রতিভাবান। প্রতিটি দৃশ্য, প্রতিটি শট নিয়ে ওর আবেগ প্রশংসনীয়। তবে, যা চায় তা না পেলে পাগলের মতো ক্ষিপ্ত হয়ে ওঠে।”

করণ আরও বলেন, শাহরুখ আর আরিয়ান— দুজনেই সমানভাবে পাগলাটে ও আবেগপ্রবণ। পার্থক্য শুধু একটাই— শাহরুখের মঞ্চ ক্যামেরার সামনে, আর আরিয়ানের মঞ্চটা ক্যামেরার পেছনে।”

শাহরুখ খানের পেশাদারিত্বের প্রসঙ্গেও করণ বলেন, “শাহরুখ কখনো কোনো সিনেমা সাইন করার আগে পারিশ্রমিক নিয়ে কথা বলেন না। তিনি বলেন, ‘তুমি যেটা ঠিক মনে করো, সেই কাগজ পাঠাও, আমি সই করে দেব।’ আজ পর্যন্ত ও কোনো সিনেমার জন্য টাকা বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেনি।”

বলিউডে করণ জোহর ও শাহরুখ খানের সম্পর্কের সূচনা হয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার মাধ্যমে, যেখানে করণ সহকারী পরিচালক ছিলেন। এরপর ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন করণ, আর মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান। এই সফল জুটির হাত ধরেই বলিউড পেয়েছে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা।