All Bangla News

লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

abn
abn
লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। গত ছয় মাস ধরে তিনি সেখানে অবস্থান করছেন এবং একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার দুপুরে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান তাঁর জামাতা আরিফুল ইসলাম। তিনি বলেন, “গত ২৬ এপ্রিল থেকে আব্বু আমাদের লন্ডনের বাসায় আছেন। হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে তাঁর চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে মাথায় অস্ত্রোপচার করা হয়, যেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়েছে।”

আরিফুল ইসলাম আরও জানান, “পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানি, প্যারালাইসিস বা কথা বলার ক্ষমতা হারানোর ঝুঁকি ছিল। তাই ডাক্তারদের পরামর্শে টিউমারের কেবল একটি অংশ অপসারণ করা হয়েছে।”

তিনি বলেন, “অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। গত শুক্রবার থেকে এই চিকিৎসা শুরু হয়েছে, যাকে চিকিৎসকরা ‘টার্গেট থেরাপি’ বলছেন। সোম থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ থেরাপি চলবে। এরপর চার সপ্তাহ ডাক্তারদের পর্যবেক্ষণে বিশ্রামে থাকবেন তিনি।”

সবশেষে আরিফুল ইসলাম সবাইকে অনুরোধ করে বলেন, “চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই আব্বুর ফোন প্রায় বন্ধ থাকে, তাই অনেকেই যোগাযোগ করতে পারছেন না। সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন, যেন তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”