শারদীয় দুর্গোৎসব মানেই কলকাতায় উৎসবের ঢল, আর মুখার্জি পরিবারের পূজা যেন হয়ে ওঠে সেই আয়োজনের কেন্দ্রবিন্দু। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের পূজা ছিল আবেগঘন—কারণ প্রয়াত দেব মুখার্জির অনুপস্থিতিতে প্রথমবার আয়োজকের দায়িত্ব নেন তাঁর পুত্র ও বলিউড পরিচালক অয়ন মুখার্জি।
এই আবহেই আলোচনার কেন্দ্রে আসেন দুই বলিউড তারকা কাজল ও রানি মুখার্জি। পূজার প্রথম দিনেই একসঙ্গে মুখার্জি বাড়ির প্যান্ডেলে তাঁদের উপস্থিতি ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করে। কাজলের অফ-হোয়াইট শাড়ি ও লাল ব্লাউজ এবং রানির সাদা জামদানি শাড়ি দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। পরিপাটি সাজ, হালকা টিপ, সাদামাটা গয়না ও স্বাভাবিক হাসি তাঁদের উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে।
প্রতিমার সামনে একসঙ্গে বসে প্রার্থনা, ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলা—সবকিছুতেই ছিল আন্তরিকতা ও উষ্ণতার ছোঁয়া। অনেকের কাছেই এ দৃশ্য মনে করিয়ে দেয় বলিউডের জনপ্রিয় ছবি কুছ কুছ হোতা হ্যায়-এর অঞ্জলি ও টিনার সেই বন্ধুত্বের মুহূর্তগুলো।
রানি মুখার্জি এ আয়োজনে অতিথি হিসেবেই নন, আয়োজক হিসেবেও সক্রিয় ছিলেন। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পূজার নানা কাজে তাঁর সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর কাজলও রানির পাশে থেকে পারিবারিক এই ঐতিহ্যের মিলনমেলায় যুক্ত হন আন্তরিক টানে।