All Bangla News

বাবার হাত ধরে আবারও পর্দায় আইরা

abn
abn

একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান রহমান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র মেয়ে আইরা তেহরীম খান ইতিমধ্যেই শোবিজে পা রেখেছেন। আগেই মায়ের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করে প্রশংসা কুড়িয়েছিলেন। এবার দেখা গেল বাবার সঙ্গেও নতুন একটি বিজ্ঞাপনচিত্রে।

একটি টুথপেস্টের বিজ্ঞাপনে বাবার পাশে সাবলীল অভিনয়ে হাজির হয়েছেন আইরা। ছোট্ট বয়সেই তার এমন আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কেড়েছে সবার। এর আগে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি আইরার পর্দা উপস্থিতির প্রশংসা করে গণমাধ্যম আনন্দবাজারকে জানিয়েছিলেন—তার কোনো ছবির গল্পে উপযুক্ত চরিত্র থাকলে তিনি আইরাকেই কাস্ট করবেন।

ছোটবেলা থেকেই বাবার সঙ্গে গান গাওয়া ও বাদ্যযন্ত্র বাজানোয় অভ্যস্ত আইরা। সেসব মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাহসান। তখন থেকেই অনেকে ধারণা করেছিল, বাবার মতো জনপ্রিয় কণ্ঠশিল্পী হবেন তিনি। তবে তার আগেই অভিনয়ের মাধ্যমে শোবিজে নিজের অবস্থান তৈরি করতে শুরু করেছেন আইরা তেহরীম খান।