অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে শেয়ার করেন। তবে সেই ছবিতে নেতিবাচক মন্তব্যের শিকার হন তিনি। সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ায় সাড়া দেন না প্রভা। কিন্তু এবার একটি মন্তব্যের কঠোর জবাব দিতে বাধ্য হন তিনি।
একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রভার জীবনের পুরনো ব্যক্তিগত ঘটনার প্রসঙ্গ টেনে আনা হয়। এর জবাবে প্রভা লিখেছেন, “হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।”
প্রভার এই জবাব সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে। অনেকেই তার দৃঢ় অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন।
এরপর ২৫ আগস্ট নিজের প্রোফাইলে নারীদের নিয়ে একটি স্ট্যাটাস দেন প্রভা। সেখানে তিনি লিখেন, “নারীরা এমন সংগ্রামের মুখোমুখি হয় যা কেউ দেখে না। তারা নীরবে বোঝা বহন করে, প্রায়শই অন্যের সুখকে নিজের সুখের আগে রাখে। তারা প্রতিদিন ঘুম থেকে ওঠে, ক্লান্ত বা ভেঙে পড়ে, তবুও হাসিমুখে হাজির হয়।”
অভিনয় প্রসঙ্গে প্রভা জানান, তিনি এখন আর গৎবাঁধা কাজ করতে চান না। বুঝে-শুনে গল্প ও চরিত্র বেছে নিচ্ছেন। তার ভাষায়, “সংখ্যা না বাড়িয়ে মানে নজর দিচ্ছি। একসময় প্রচুর কাজ করেছি, তাই এখন চাই দর্শকদের মনে রাখার মতো কিছু চরিত্র উপহার দিতে। এমন কাজ করতে চাই, যা আমাকে ছাড়া হলেও আগামী প্রজন্মের কাছে বেঁচে থাকবে।”