জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশালের বাংলা বাজার এলাকার রোগ নির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
স্থানীয় সূত্র জানায়, যে বাড়িতে তৌহিদ আত্মগোপনে ছিলেন, আশপাশের বাসিন্দারা বিষয়টি জানতেন না। অভিযান শুরুর পর প্রতিবেশীরা জানতে পারেন, ওই বাসাতেই লুকিয়ে ছিলেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। এক প্রতিবেশী জানান, তৌহিদ আফ্রিদির দাদাবাড়ি বরিশালে হলেও তিনি সেখানে অবস্থান করছেন—এমন কোনো ধারণা আগে তাদের ছিল না।
অভিযানের সময় প্রত্যক্ষদর্শীরা দেখেন, পুলিশ ও সিআইডির কর্মকর্তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তৌহিদ। তিনি দাবি করেন, দাদার কবর জিয়ারত করার জন্যই বরিশালে এসেছেন। আত্মগোপনে থাকার কারণ হিসেবে তিনি জানান, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি ভয় পেয়েছিলেন।
এর আগে গত ১৭ আগস্ট জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) একটি আলটিমেটাম দিয়ে বলেছিল, তৌহিদ আফ্রিদিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। সংগঠনটির ফেসবুক পেজে অভিযোগ করা হয়, শুধু বর্তমান সরকারের সময় নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
অবশেষে দীর্ঘ লুকোচুরির পর পুলিশের জালে ধরা পড়লেন তৌহিদ আফ্রিদি।