All Bangla News

পরিণীতি চোপড়া মা হতে চলেছেন, ইনস্টাগ্রামে জানালেন সুখবর

abn
abn

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হতে চলেছেন। মাস কয়েক ধরেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও প্রতিবারই তিনি সেই খবর উড়িয়ে দিয়েছিলেন। তবে অবশেষে সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই শেয়ার করলেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে এক ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন পরিণীতি। কেকের উপর লেখা ছিল— “১+১=৩”। ক্যাপশনে তিনি লেখেন, “আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।”

এর আগে কৌতুকশিল্পী কপিল শর্মার শোতে উপস্থিত হয়ে পরিণীতির স্বামী, আম আদমি পার্টির এমপি রাঘব চড্ডা ইঙ্গিত দিয়েছিলেন, শিগগিরই সুখবর আসছে। তখন বিষয়টি এড়িয়ে গেলেও এবার তা সত্যি হলো।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে ঘটা করে বিয়ে করেন পরিণীতি ও রাঘব। বিয়ের ছ’মাসের মাথায় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। সেই সময়ে গুঞ্জনে বিরক্ত হয়ে তিনি প্রতিক্রিয়াও জানিয়েছিলেন। তবে এবার সত্যিই মা হওয়ার খবর জানালেন অভিনেত্রী।

যদিও সন্তানের জন্মের সম্ভাব্য তারিখ এখনো জানা যায়নি, তবে সুখবরটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।