All Bangla News

দুই দশক পর্দার অভিজ্ঞতা, অবশেষে সিনেমায় অভিষেক প্রভার

abn
abn

দীর্ঘ দুই দশক ছোট পর্দায় কাজ করার পর এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। সরকারি অনুদানপ্রাপ্ত দুটি সিনেমায় অভিনয় করছেন তিনি। একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’

২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন প্রভা। নাটকে অভিষেক হয় ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লস প্রজেক্ট’ দিয়ে। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করলেও কখনো সিনেমায় নাম লেখাননি তিনি। অবশেষে সরকারি অনুদানপ্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ দিয়েই রূপালি পর্দায় যাত্রা শুরু করলেন এ অভিনেত্রী।

গতকাল (৩০ আগস্ট) রাজধানীর অদূরে ছবিটির শুটিংয়ে অংশ নেন প্রভা। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন ইমন। পরিচালক জানান, দ্বিতীয় লট থেকে যোগ দেবেন ইমন। কাহিনিতে ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত জমিদার পরিবারের সন্তান এক ম্যাজিস্ট্রেটের চরিত্রে। আর প্রভা অভিনয় করছেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার চরিত্রে। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার বাবার আত্মহত্যা ও এর পরবর্তী করুণ পরিণতি ঘিরেই এগোবে গল্প।

প্রভা বলেন, “এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। অনেক সময় শুটিংয়ের আগ মুহূর্তে বাদ পড়েছি, আবার পারিবারিক কারণেও করতে পারিনি। বহু আগেই এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছিলাম। তবে রাজনৈতিক জটিলতার আশঙ্কায় আগে জানাইনি। শুটিংয়ে অংশ নিয়ে অবশেষে সুখবরটি সবার সঙ্গে ভাগ করলাম।”

মিরন মহিউদ্দিনের চিত্রনাট্যে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বির।