ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর মতে, ডাকসু নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশ “ইলেকশনের ট্রেনে” উঠেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফারুকী লেখেন, “যে ভোট রাতেই করে ফেলা যায়, সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন? সময়ের কাজ সময়মতো না করা এই জাতির বড় দুর্বলতা।”
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি আরও লেখেন, “ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক!”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে যুক্ত করে ফারুকীর এই প্রতিক্রিয়াকে অনেকেই গুরুত্বের সঙ্গে দেখছেন।