৭১তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা আগেই ঘোষণা হয়েছিল। এবার হলো আনুষ্ঠানিক পুরস্কার প্রদান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান।
অনুষ্ঠানে সাদা শার্টের ওপর কালো স্যুটে হাজির হয়েছিলেন তিনি। কাঁচা-পাকা চুলের নতুন লুক দেখে দর্শক ও ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। অনেকে ধারণা করছেন, আসন্ন ছবি ‘কিং’-এর লুকেই সবার সামনে এসেছেন এই তারকা।
মঞ্চে শাহরুখের আসনের সামনে বড় অক্ষরে লেখা ছিল— ‘শ্রী শাহরুখ খান’। এই দৃশ্য শুধু তার জন্য নয়, পুরো অডিটোরিয়াম জুড়ে এক আবেগঘন মুহূর্ত তৈরি করে। দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথমবার জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন তিনি।
ভক্তদের মতে, অনেক আগেই জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন শাহরুখ খান। ক্যারিয়ারের অসংখ্য জনপ্রিয় চরিত্রের মধ্যেও পুরস্কারের স্বীকৃতি পাননি তিনি। অবশেষে ‘জওয়ান’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য পেলেন সেরা অভিনেতার স্বীকৃতি।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে শাহরুখ বলেন, “জাতীয় পুরস্কার পাওয়া আমার জীবনের এক অবিস্মরণীয় সম্মান। আমি আজীবন এই মুহূর্ত মনে রাখব।”
শাহরুখের পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কারে সম্মানিত হয়েছেন রানি মুখার্জি। প্রায় ৩০ বছরের ক্যারিয়ারে এটাই তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পান তিনি।
এছাড়া বিক্রান্ত মাসেও পেয়েছেন জাতীয় পুরস্কার। ‘12th ফেল’ ছবির জন্য পুরস্কৃত হন তিনি। অনুষ্ঠানস্থলে তাকে রানি মুখার্জির পাশেই বসে থাকতে দেখা যায়।