All Bangla News

বিসিবি নির্বাচন শুরু, রাতেই জানা যাবে ফলাফল

abn
abn
বিসিবি নির্বাচন শুরু, রাতেই জানা যাবে ফলাফল/ ছবি: সংগৃহী

নানা নাটকীয়তা, বয়কট এবং শেষ মুহূর্তে প্রার্থী প্রত্যাহারের পর অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ২০২৫। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টায় প্রকাশিত হবে বোর্ড পরিচালক পদে ভোটগ্রহণের প্রাথমিক ফলাফল। এরপর পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও দুই সহসভাপতি। রাত ৯টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ফলাফল।

ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখর হয়ে ওঠে নির্বাচনী কেন্দ্র। তবে ভোটের ঠিক আগের রাতেও ক্লাব ক্যাটাগরি থেকে আরও একজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি–২) থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ফায়াজুর রহমান ভুঁইয়া।

এর আগে লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদও প্রার্থীতা প্রত্যাহার করলেও ব্যালটে তাদের নাম রয়ে গেছে। শেষ মুহূর্তে আদালতের রায়ে ইফতেখার রহমান মিঠু নতুন করে এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ায় বর্তমানে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। এই ১৪ জনের মধ্য থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।

অন্যদিকে, বিভাগ ক্যাটাগরিতে (ক্যাটাগরি–১) ১০টি পদের মধ্যে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে চলছে ভোটের লড়াই। বিশেষ ক্যাটাগরি (ক্যাটাগরি–৩) থেকেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ১৫৬ জন ভোটারের হাতে আগামী চার বছরের জন্য বিসিবির পরিচালনা পর্ষদের ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে ৯৮ জন সরাসরি ভোট দিচ্ছেন, আর বাকি ৫৮ জন ভোট দিচ্ছেন ই–ব্যালটের মাধ্যমে।


এক নজরে বিসিবি নির্বাচন ২০২৫

ক্যাটাগরিমোট ভোটারই–ব্যালট ভোটারমন্তব্য
ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ)৩৫১৯৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
ক্যাটাগরি–২ (ক্লাব)৭৬৩৪১৪ প্রার্থী, নির্বাচিত হবেন ১২ জন
ক্যাটাগরি–৩ (বিশেষ সংস্থা)৪৫প্রতিদ্বন্দ্বিতা চলছে
মোট১৫৬৫৮আজ রাতেই ফলাফল ঘোষণা