All Bangla News

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করলেন ট্রাম্প

abn
abn

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে এই মনোনয়ন মার্কিন সিনেটে পাঠানো হয় শুনানির জন্য।

রাষ্ট্রদূত হিসেবে তিনি পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। পিটার হাস বিদায়ের পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন।

বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন ক্রিস্টেনসেন। এর আগে ২০১৯ থেকে তিন বছর তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সেলর ছিলেন।

স্টেট ডিপার্টমেন্টের প্রোফাইল অনুযায়ী, ২০২৫ সালের ২০ জানুয়ারি ক্রিস্টেনসেনকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি পদে মনোনীত করা হয়। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের (USSTRATCOM) কমান্ডারের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরো, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি, উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধি কার্যালয়, সাইবার কো-অর্ডিনেশন ইউনিট, রিয়াদ, ম্যানিলা, সান সালভাদর, হো চি মিন সিটি ও ঢাকা মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এছাড়া পাকিস্তান ও বাংলাদেশবিষয়ক অফিসে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও কাজ করেছেন তিনি।

শিক্ষাজীবনে ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে মাস্টার্স, টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স এবং রাইস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ম্যানেজারিয়াল স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ইংরেজির পাশাপাশি স্প্যানিশ, জার্মান ও ভিয়েতনামি ভাষায় পারদর্শী।

২০০২ সালে ফরেন সার্ভিসে যোগদানের আগে তিনি নিউইয়র্ক ও হিউস্টনে ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের রাষ্ট্রদূতের জন্য ‘সবচেয়ে উপযুক্ত ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন কূটনৈতিক বিশ্লেষক জন ডানিলোভিচ। তিনি আশা প্রকাশ করেছেন, মার্কিন সিনেট দ্রুত এ মনোনয়ন অনুমোদন করবে।