All Bangla News

ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে: ডিসি মাসুদ আলম

abn
abn

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শাহবাগে দায়িত্বপালনের সময় তিনি এ তথ্য জানান।

ডিসি মাসুদ আলম বলেন, “সকাল থেকে খুবই শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচন হচ্ছে এবং আমরা যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আছি, আমরা কমিশনকে সহযোগিতা করে যাচ্ছি। তারা যেভাবে চায় আমরা সেভাবেই তাদেরকে সহায়তা করছি।” তিনি আরও বলেছেন, ভোটগ্রহণ ও ভোট গণনার শেষ পর্যন্ত পরিবেশ বজায় রাখা হলে এটি পুলিশের জন্য বড় সফলতা হবে।

নিরাপত্তা সংক্রান্ত একটি ঘটনার কথাও জানান ডিসি। তিনি বলেন, “পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সন্দেহজনক দুইজনকে যারা ভুয়া আইডি কার্ড দেখিয়ে ঢোকার চেষ্টা করেছিল, তাদেরকে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” আগের রাতে পুলিশের হাতে দুজন ভুয়া শিক্ষার্থীও আটক হয়েছিল; তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছিল।

ডিসি মাসুদ আলম আরও জানান, ভুয়া কার্ডধারীদের বিষয়ে তদন্ত চলছে—তারা কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্য ছিল, বা কোনো স্বার্থান্বেষী সংগঠনের সঙ্গে এদের যোগ আছে কি না—এসব বিষয় যাচাই করা হচ্ছে। “ভুয়া স্টুডেন্ট কার্ড ব্যবহার করলেই ব্যবস্থা নেওয়া হবে,” তিনি উল্লেখ করেন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করে আসছে এবং ক্যাম্পাসে কড়া নিরাপত্তা রাখার মাধ্যমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার চেষ্টা অব্যাহত থাকবে, জানান ডিসি।