All Bangla News

ডাকসু নির্বাচনে ব্যালটপত্রে আগাম ভোট চিহ্নের অভিযোগ

abn
abn
Highlights
  • ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালটপত্রে আগেই নির্দিষ্ট প্রার্থীর নামে ভোটচিহ্ন থাকার অভিযোগ তুলেছেন ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালটপত্রে আগেই নির্দিষ্ট প্রার্থীর নামে ভোটচিহ্ন থাকার অভিযোগ তুলেছেন ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

রূপাইয়া শ্রেষ্ঠা জানান, রোকেয়া হলে এক শিক্ষার্থী ভোট দিতে গিয়ে ব্যালটপত্রে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস দেওয়া দেখতে পান। অভিযোগ অনুযায়ী, এ বিষয়ে প্রশ্ন তুললে উল্টো ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে নতুন একটি ব্যালটপত্র সরবরাহ করা হয়।

তিনি বলেন, “রোকেয়া হলে ব্যালটপত্রে ফরহাদ ও সাদিক কায়েমের নাম আগে থেকেই ক্রস করা ছিল। এটি প্রমাণ হয়েছে এবং প্রশাসনও অবগত। কিন্তু উল্টো ভোটারকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। পরে তাকে নতুন ব্যালট দেওয়া হয়।”

এ অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। তিনি বলেন, “রোকেয়া হল থেকে গুরুতর অভিযোগ আমাদের কাছে এসেছে। আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে হলে প্রবেশ করি এবং ঘটনার সত্যতা পাই। একজন ভোটার ব্যালট নেওয়ার পর বুথে গিয়ে দেখেছেন, সাদিক কায়েম ও ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস দেওয়া আছে। বিষয়টি নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে অশনিসংকেত।”

তিনি আরও জানান, ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বললেও তারা ব্যাখ্যা দিতে পারেননি কীভাবে এমন অনিয়ম ঘটলো।