All Bangla News

জয়পুরহাটের কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

abn
abn

জয়পুরহাটের আক্কেলপুরে আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে সকাল ৯টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি ও পেছনের কয়েকটি বগি ফেলে রেখে মাত্র পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছায়। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত বগি সরানো সম্ভব হয়।

সান্তাহার জংশনের মাস্টার মোছাঃ খাদিজা খাতুন জানান, “ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার দূরে লাইনচ্যুত হয়। পরে ট্রেনটি পাঁচটি বগি নিয়ে জয়পুরহাট স্টেশনে অবস্থান নেয়। এ সময় সীমান্ত এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আটকে পড়েছিল। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে দেওয়ার পর বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”