ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের ভোট শিবিরের পক্ষে গেছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তার অভিযোগ, ছাত্রদলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে পুরনো বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। তবে তাদের অনেকের সঙ্গে শিবিরের পূর্বের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সেই পুরনো সম্পর্কের কারণেই ছাত্রলীগের ভোট শিবিরের দিকে গেছে।”
তিনি আরও বলেন, “শিবির একসময় ছাত্রলীগের নাম ব্যবহার করেছে। শেখ মুজিবের ভাস্কর্যের সামনে ছবি তুলেছে, ছাত্রলীগের নেতাদের সঙ্গে থেকেছে। এগুলোর প্রমাণ ছবি ও পুরনো ফেসবুক পোস্টে আছে। তাই এই সম্পর্ক অস্বীকার করা যায় না।”
বিএনপি নেতার অভিযোগ, আওয়ামী লীগ সবসময় বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে। ফলে বিএনপিকে দুর্বল করতে ছাত্রলীগ গোপনে শিবিরকে সহায়তা করেছে। তার ভাষায়, “ছাত্রলীগের যেহেতু ভোট দেওয়ার বাক্স নেই, তারা শিবিরকে সাহায্য করবে—এটা স্বাভাবিক। এতে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ বাধাগ্রস্ত হবে।”