স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণের প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রফেসর ইউনূস আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মহাপরিচালকের সক্রিয় ভূমিকা কামনা করেন। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণরত দেশগুলোর জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে উন্নত দেশগুলোর বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রত্যাহার হলে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে ডব্লিউটিওকে অগ্রণী ভূমিকা নিতে হবে।
ডব্লিউটিও মহাপরিচালক এসময় বাংলাদেশের অনুরোধের প্রতি ইতিবাচক সাড়া দেন এবং সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক চ্যালেঞ্জ ও সুরক্ষাবাদী প্রবণতা বাড়লেও বিশ্ব বাণিজ্যের প্রায় ৭৫ শতাংশ এখনও ডব্লিউটিওর নিয়মের আওতায় পরিচালিত হচ্ছে। সংস্থাটির প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিতে তিনি বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
ড. ওকোনজো-ইওয়েলা বলেন, “ডব্লিউটিওকে অবশ্যই সংস্কার করতে হবে। আমি চাই আপনি এখানে সক্রিয় ভূমিকা নিন, নেতৃত্ব দিন।”
প্রফেসর ইউনূসও ডব্লিউটিও সংস্কারের ব্যাপারে একমত হয়ে বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য পরিবেশে কার্যকর নেতৃত্ব দিতে সংস্থাটিকে অবশ্যই অভিযোজিত হতে হবে। তিনি যোগ করেন, “চ্যালেঞ্জ গ্রহণের সময় এখনই। বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের পক্ষে কণ্ঠ তুলতে প্রস্তুত।”
উল্লেখ্য, বাংলাদেশ ২০২৬ সালের শেষ নাগাদ এলডিসি থেকে উত্তীর্ণ হওয়ার কথা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্বালানি ও পরিবহন বিষয়ক উপদেষ্টা ফওজুল কবির খান, বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।