All Bangla News

আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার

abn
abn
আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই— প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে হাজতি, সরকারি চাকরিজীবী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “আমরা আয়নার মতো স্বচ্ছ নির্বাচন চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। প্রায় ১০ লাখ ভোট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সরকারি কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছি। প্রবাসীদের জন্যও আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছি।”

তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছি। ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে। ২১ লাখের বেশি মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে, যারা আগেও ভোট দিয়ে যেত বলে অভিযোগ ছিল। পাশাপাশি ৪৩ লাখ নতুন ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে।”

নারী ভোটারদের বিষয়ে সিইসি জানান, নারী-পুরুষ ভোটার ব্যবধান আগের ৩০ লাখ থেকে এখন ১৮ লাখে নেমে এসেছে।

“নারীরা যে ভোটার হতে আগ্রহ হারিয়ে ফেলেছিল, আমরা সেই আগ্রহ ফিরিয়ে আনতে পেরেছি,” — যোগ করেন তিনি।

সংলাপে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিইসি বলেন, “আজকের সংলাপ শুধু আনুষ্ঠানিকতা নয়। মিডিয়াকে আমাদের পার্টনার হিসেবে দেখতে চাই। মিসইউনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও উল্লেখ করেন, সংস্কার কমিশন ইতোমধ্যে নানা মহলের সঙ্গে আলোচনায় বসায় ইসির কাজ আরও সহজ হয়েছে।

“তাদের প্রচেষ্টায় আমাদের সংলাপ কিছুটা দেরিতে হলেও এখন কার্যকরভাবে এগোতে পারছি,” — বলেন নাসির উদ্দিন।