All Bangla News

গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল: ট্রাম্প

abn
abn
গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল: ট্রাম্প

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারে সম্মতি দিয়েছে ইসরায়েল। তবে এ প্রক্রিয়া শুরু হবে কেবল তখনই, যখন ফিলিস্তিনি সংগঠন হামাস আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, “হামাস যুদ্ধবিরতিতে সম্মতি দিলেই তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এরপর জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে এবং আমরা সেনা প্রত্যাহারের পরবর্তী ধাপে অগ্রসর হব।”

এর আগে গত সোমবার হোয়াইট হাউস এক মানচিত্র প্রকাশ করে, যেখানে ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। মানচিত্রে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য সীমারেখাগুলো চিহ্নিত করা হয়। ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ওই সীমারেখার মধ্যেই সেনা প্রত্যাহারে সম্মতি জানিয়েছে।

শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি হামাস ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। সংগঠনটি গাজা উপত্যকার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তর এবং সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে।

তবে হামাস এখনো নিজেদের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি। সংগঠনটি জানিয়েছে, “আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত।”

হামাসের প্রতিক্রিয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমা হামলা থেকে বিরত থাকার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে শনিবার রাতে ইসরায়েল গাজায় তীব্র বিমান হামলা চালায়, যার ফলে হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে।