শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস রচনা করল নেপাল। সোমবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে তারা।
প্রথম ম্যাচে ১৯ রানে জেতা নেপাল এবার গড়ল আরও বড় রেকর্ড। ব্যাট হাতে ওপেনার আসিফ শেখ ও সান্দিপ জরার দুর্দান্ত ইনিংসে ভর করে নেপাল তোলে ১৭৩ রান। এরপর বল হাতে ক্যারিবীয় ব্যাটিং লাইন আপকে গুটিয়ে দেয় মাত্র ৮৩ রানে।
আসিফ-জরার ঝোড়ো ব্যাটিং
ইনিংসের নায়ক আসিফ শেখ ৪৭ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৮ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন। সঙ্গী সান্দিপ জরা খেলেন ৩৯ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৬৩ রানের ঝোড়ো ইনিংস। দুজন মিলে গড়েন ৬৬ বলে ১০০ রানের জুটি, যা নেপালের চতুর্থ উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ।
বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ
রান তাড়ায় নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পাঁচ ওভারে রান মাত্র ৭, আর দলের প্রথম বাউন্ডারি আসে ৩৪তম বলে। নেপালের তরুণ পেসার মোহাম্মদ আদিল আলম দুর্দান্ত বোলিংয়ে ২৪ রানে নেন ৪ উইকেট, যা তাঁর ক্যারিয়ার সেরা। লেগস্পিনার কুশাল ভুর্তেলও পান ৩ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন জেসন হোল্ডার। বাকিদের ব্যাটে আসে কেবল হতাশা।
রেকর্ড জয়
টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সহযোগী দেশ হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে নেপাল। এর আগে ২০১৬ সালে একই মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান জিতেছিল ৮১ রানে।
সিরিজে ইতোমধ্যেই অজেয় নেপাল মঙ্গলবার একই ভেন্যুতে শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে, আর ওয়েস্ট ইন্ডিজ চেষ্টা করবে অন্তত একটি জয় নিয়ে ফিরে যাওয়ার।