আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ক্লাব বদলের দীর্ঘ গুঞ্জন ও নাটকীয়তার পরও অ্যাস্টন ভিলা তেই থাকতে বাধ্য হয়েছেন। গতকাল রাতের ম্যাচে আন্তর্জাতিক বিরতির পর প্রথমবারের মতো ভিলার জার্সিতে মাঠে নামেন তিনি। ম্যাচটি অ্যাস্টন ভিলার জন্য গোলশূন্য ড্রয়েই শেষ হয়, তবে মার্তিনেজের দারুণ পারফরম্যান্স চোখে পড়ে।
গত মৌসুমের শেষে তার ক্লাব ছাড়ার গুঞ্জন তৈরি হয়। বিশেষ করে ১৬ মে টটেনহামের বিপক্ষে ২–০ গোলের জয়ের পর ভিলা পার্কে সমর্থকদের সামনে কান্না করা মুহূর্তটি বহু ভক্ত ও বিশ্লেষককে মনে করিয়ে দেয় এটি তার শেষ ম্যাচের ইঙ্গিত হতে পারে। এরপর বিভিন্ন ক্লাবের সঙ্গে তার সম্ভাব্য চুক্তি নিয়ে অনেক শোনা-অশোনা খবর ছড়ায়, যার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল প্রধান প্রার্থীর তালিকায়।
কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কাঙ্ক্ষিত ফোনকলটি না আসায় মার্তিনেজকে এখন আরও কিছু সময়ের জন্য অ্যাস্টন ভিলার গোলপোস্টেই দেখা যাবে। মার্তিনেজের ফেরার ম্যাচে এভারটনের বিপক্ষে দুইটি গুরুত্বপূর্ণ গোল বাঁচিয়ে দলকে ড্রয় এনে দেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “যখন আমি জার্সির বুকে প্রতীক পরি, তখন আমি সর্বস্ব উজাড় করে খেলি।”
অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরিও জানিয়েছেন, “ওর পরিস্থিতি সামাল দিতে আমাদের কষ্ট হয়েছে। কিন্তু এখন আমাদের অনুভূতিগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে এবং দলের সম্মিলিত লক্ষ্যকে সামনে রাখতে হবে। আজ ওর ফিরে আসাটা ছিল দুর্দান্ত।” তিনি আরও যোগ করেছেন, “দলের মধ্যে তাকে এমন পরিবেশ দিতে হবে যেন সে স্বস্তি ও আত্মবিশ্বাস অনুভব করতে পারে।”