ডাকসু নির্বাচনে নিয়ম ভঙ্গ করেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ছাত্রদল) মনোনীত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা চাইলে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন আবিদুল ইসলাম। ওই কেন্দ্রের জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন তখন। পরে একটি জাতীয় দৈনিক তার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তোলে। তবে আচরণবিধির কোনো ধারায় প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞার উল্লেখ পাওয়া যায়নি।
নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারায় স্পষ্টভাবে বলা আছে—নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট এবং রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তিরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ, প্রার্থীর প্রবেশে কোনো বাধা নেই।
এ বিষয়ে আবিদুল ইসলাম বলেন, “আমি নিজে থেকে প্রবেশ করিনি, অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে গিয়েছিলাম।”
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমাদের ভিপি প্রার্থী মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। আচরণবিধিতে স্পষ্ট উল্লেখ আছে, অনুমতি সাপেক্ষে প্রার্থী কেন্দ্রে প্রবেশ ও তদারকি করতে পারবেন। কিন্তু সেটিকে নিয়ম ভঙ্গের খবর বানানো হয়েছে, যা দুঃখজনক।”
উল্লেখ্য, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে।