বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বান্দ্রায় অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ ‘বাস্টিয়ান’ বন্ধ হয়ে যাচ্ছে— এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়। এতে ভক্তদের পাশাপাশি বহু তারকাকেও হতাশা প্রকাশ করতে দেখা যায়। কারণ এটি শুধু একটি রেস্তোরাঁ নয়, সেলিব্রিটিদের অন্যতম প্রিয় আড্ডার স্থানও ছিল।
তবে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন শিল্পা শেঠি। এক ভিডিও বার্তায় তিনি জানান, আর্থিক সমস্যার কারণে নয়, বরং নতুন পরিকল্পনার অংশ হিসেবেই বান্দ্রার রেস্তোরাঁ বন্ধ করা হচ্ছে। একই জায়গায় খুব শিগগিরই চালু হচ্ছে নতুন একটি দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ। পাশাপাশি, সবার প্রিয় ‘বাস্টিয়ান’-এর নতুন শাখা চালু হচ্ছে জুহুতেও।
রেস্তোরাঁটির অফিশিয়াল পেজ থেকেও জানানো হয়েছে, “বান্দ্রা ছিল আমাদের শুরু। সেই অধ্যায় শেষ হলেও সামনে অপেক্ষা করছে নতুন দুটি গল্প। শিগগিরই আমরা রন্ধনশিল্পের নতুন ও রোমাঞ্চকর অধ্যায় উন্মোচন করতে যাচ্ছি।”
ঘোষণা অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি থেকে বান্দ্রার ঠিক একই জায়গায় খুলবে নতুন দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ। আর আগামী বৃহস্পতিবার পর্যন্ত গ্রাহকরা শেষবারের মতো বান্দ্রার পুরনো ‘বাস্টিয়ান’-এ খাবারের স্বাদ নিতে পারবেন।