All Bangla News

একুশে আগস্ট মামলায় তারেক রহমান-বাবরসহ আসামিদের খালাস বহাল

abn
abn

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাস বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এই রায় দেন।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক হত্যা ও বিস্ফোরক মামলায় বিচারিক আদালত আসামিদের সাজা দিয়েছিল। তবে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট সেই সাজা বাতিল করে তারেক রহমান, বাবরসহ আসামিদের খালাস দেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ পৃথকভাবে লিভ টু আপিল করে। আপিল বিভাগ গত ১ জুন সেই আবেদন মঞ্জুর করে। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ যুক্তি তুলে ধরে সাজা বহাল রাখার দাবি জানায়, অন্যদিকে আসামিপক্ষ হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া শুনানি ৩১ জুলাই, ১৯, ২০ ও ২১ আগস্ট পর্যন্ত পাঁচ দফায় অনুষ্ঠিত হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর বৃহস্পতিবার রায় ঘোষণা করে আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাত মো. সায়েম ভূঞা ও সাদিয়া আফরিন। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।