২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন লিওনেল মেসি। ফলে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে আসন্ন ম্যাচটিই হতে পারে আর্জেন্টাইন মহাতারকার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ।
বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে বুয়েন্স এইরেসে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে প্রথমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। অধিনায়ক বলেন, “এই ম্যাচটা আমার জন্য খুব বিশেষ। কারণ, এটা বাছাইপর্বের শেষ ম্যাচ (বুয়েন্স এইরেসে)।”
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই কনমেবল অঞ্চলের বাছাইয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ফলে ম্যাচটি তাদের জন্য মূলত নিয়মরক্ষার হলেও সমর্থকদের জন্য আবেগঘন এক লড়াই হতে যাচ্ছে।
বুয়েন্স এইরেসের এজেইজাতে কোচ লিওনেল স্কালোনির অধীনে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করেছেন মেসি। তার সঙ্গে ছিলেন রদ্রিগো দি পল ও লিওনার্দো পারেদেস।
এদিকে, মেসির সম্ভাব্য শেষ হোম ম্যাচ ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে সমর্থকদের মাঝে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) টিকিটের দামও বাড়িয়েছে। সবচেয়ে সস্তা টিকিট ১০০ ডলার, আর ভিআইপি আসনের দাম প্রায় ৫০০ ডলার।