ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ থাকা সত্ত্বেও অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। রবিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে (অ্যাওয়ে) ৩২ বছর বয়সী এই গোলকিপার ভিলা স্কোয়াডে ছিলেন না।
ম্যাচের পর ভিলা ম্যানেজার উনাই এমেরি স্কাই স্পোর্টসকে বলেন, “আমাদের এমি মার্তিনেজকে নিয়ে পরিস্থিতি ঠিক করতে হবে। আমরা এটি সমাধান করব।” ভিলা এখনও প্রিমিয়ার লিগে জয় পায়নি—তিন ম্যাচে দুইটি হেরেছে ও একটি ড্র করেছে। আরও হতাশার বিষয়, ইংল্যান্ডের শীর্ষ চার ডিভিশনের একমাত্র দল হিসেবে তারা এখনো গোলশূন্য।
অন্যদিকে, গোলরক্ষক সংকট দ্রুত সমাধান করতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। তারা মার্তিনেজের পাশাপাশি রয়্যাল অ্যান্টওয়ার্পের ২৩ বছর বয়সী বেলজিয়ান গোলকিপার সেনে লামেন্সের সঙ্গেও আলোচনায় আছে। শেষ দুই ম্যাচে অ্যান্টওয়ার্প তাকে স্কোয়াডে রাখেনি, আর খেলোয়াড়টিও ইউনাইটেডে যোগ দিতে আগ্রহী। তবে তার অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, বিপরীতে মার্তিনেজ বিশ্বকাপজয়ী এবং দুইবারের ফিফা গোলকিপার অব দ্য ইয়ার।
সূত্রমতে, ইউনাইটেড কেবল একজন গোলকিপারকেই দলে নেবে। গ্রীষ্মের শুরুতে তারা মার্তিনেজকে লোনে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তখন ভিলা রাজি হয়নি।
শনিবার বার্নলির বিপক্ষে ৩-২ গোলের জয়ের পর ইউনাইটেডের হেড কোচ রুবেন আমোরিম বলেন, “এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার হওয়া কঠিন।”