All Bangla News

ভাইরাল বাংলোর ছবি নিয়ে ক্ষুব্ধ আলিয়া ভাট

abn
abn

বহু বছর ধরে চলমান নির্মাণকাজ শেষে অবশেষে তৈরি হয়েছে বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাড়ি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতেই প্রথমবারের মতো বাংলো বাড়িটির সম্পূর্ণ রূপ প্রকাশ্যে আসে। ভিডিওর সঙ্গে বাংলোর ভেতরের নানা ছবিও ভাইরাল হয়। আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন আলিয়া ভাট।

নিজেদের বাসভবনের ছবি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আলিয়া লিখেছেন, “আমি বুঝি মুম্বাইয়ের মতো শহরে জায়গা সীমিত থাকে। জানালা দিয়ে তাকালে অন্যের বাড়ি দেখা যায়। কিন্তু সেই কারণে কাউকে এই অধিকার দেওয়া যায় না যে, অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত বাড়ির ছবি বা ভিডিও তুলে অনলাইনে ছড়িয়ে দেবে। আমাদের নতুন বাড়ির একটি ভিডিও, যা এখনো নির্মাণাধীন, আমাদের অজান্তে একাধিক প্রকাশনা সংস্থা রেকর্ড করে শেয়ার করেছে। এটি আমাদের গোপনীয়তায় হস্তক্ষেপ এবং গুরুতর নিরাপত্তাজনিত সমস্যা।”

তিনি আরও লিখেছেন, “অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত পরিসরে ছবি বা ভিডিও তোলা কোনোভাবেই কনটেন্ট নয়। এটি স্পষ্টতই লঙ্ঘন এবং কখনোই স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত নয়। ভাবুন তো, আপনার বাড়ির ভেতরের ছবি বা ভিডিও যদি অনুমতি ছাড়া প্রকাশ করা হয়, আপনি কি মেনে নিতেন?”

শেষে অনুরোধ জানিয়ে আলিয়া বলেন, “এই ধরনের কনটেন্ট অনলাইনে দেখলে দয়া করে ফরওয়ার্ড বা শেয়ার করবেন না। যেসব মিডিয়া বন্ধুরা এগুলো প্রকাশ করেছেন, তাদের অনুরোধ করছি অবিলম্বে এগুলো সরিয়ে ফেলুন।”

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় ২৫০ কোটি রুপির এই বাংলোটি ছয়তলা বিশিষ্ট একটি বিলাসবহুল প্রাসাদ। এটি শুধু বিলাসবহুল ঠিকানাই নয়, বরং কাপুর পরিবারের ঐতিহ্যের অংশ। একসময় বাড়িটি ছিল কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের। আশির দশকে এর মালিকানা পান ঋষি কাপুর ও নীতু কাপুর। আর এখন সেই উত্তরাধিকারের পথ বেয়ে নতুন প্রজন্মে দায়িত্ব নিচ্ছেন রণবীর ও আলিয়া।