All Bangla News

সোশ্যাল মিডিয়ায় কুদ্দুস বয়াতির খোঁচা, অনুরাগীদের সমর্থনের ঢল

abn
abn

দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি তাঁর গান ‘এই দিন দিন না, আরো দিন আছে’–এর মাধ্যমে সারা দেশে ব্যাপক পরিচিতি পান। এরপর দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান এবং বহুবার বিভিন্ন কারণে আলোচনায় এসেছেন। বর্তমানে গান গাওয়ার ক্ষেত্রে সক্রিয়তা কিছুটা কমলেও সোশ্যাল মিডিয়ায় বেশ নিয়মিত তিনি। শুধু তাই নয়, নিজস্ব ইউটিউব চ্যানেলেও নিয়মিত কনটেন্ট তৈরি করে থাকেন, যা এখন তাঁর সময়ের বড় একটি অংশ জুড়ে আছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে কুদ্দুস বয়াতি সমাজের একশ্রেণির মানুষকে খোঁচা দেন। ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন—
“ফেসবুকে খাবারের ছবি তারাই দেয়, যারা অনেক দিন পরে ভালো কিছু খেতে পায়।”

এই মন্তব্য তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকে মন্তব্যে সমর্থন জানিয়ে লিখেছেন, “সহমত পোষণ করলাম।” কেউ লিখেছেন, “উচিত কথা কইছেন, আসলে খাবারের ছবি পোস্ট দেওয়ার ভেতর ছোটলোকি মানসিকতা ফুটে ওঠে।” আরেকজন মন্তব্য করেন, “অবশ্যই কথার একটি তাৎপর্য আছে।”

শৈশব থেকেই গান-বাজনার প্রতি অনুরাগী কুদ্দুস বয়াতি দেশের বিভিন্ন অঞ্চলে মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেমতাইসহ অসংখ্য পালাগানের আসর মাতিয়েছেন। ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘এই দিন দিন না, আরো দিন আছে’ গানটির মাধ্যমে সারাদেশে তাঁর পরিচিতি ছড়িয়ে পড়ে। গানটি ছিল বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ।

করোনাভাইরাস মহামারির সময়ও দেশবাসীকে সচেতন করতে কাজ করেন তিনি। ‘জাইনা চলেন, মাইনা চলেন’ শিরোনামের গানের মাধ্যমে জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানান। কুদ্দুস বয়াতি বিশ্বের বিভিন্ন দেশেও বাংলা গান গেয়ে প্রবাসী বাংলাদেশিদের মন জয় করেছেন।