All Bangla News

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

abn
abn

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে একযোগে এই ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা রোল নম্বর ব্যবহার করে অনলাইনে ফল দেখতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফল প্রকাশের পর তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে প্রবেশে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক শিক্ষার্থী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সাময়িকভাবে ওয়েবসাইটে ধীরগতি দেখা দিয়েছে, তবে দ্রুতই তা স্বাভাবিক হবে।

প্রত্যেক বোর্ডের ফলাফল নিচের ওয়েবসাইট থেকে জানা যাবে—