ঢাকা, ৯ আগস্ট ২০২৫ রোজ শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দীর্ঘ ম্যারাথন বোর্ড সভায় জাতীয় নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমার জন্য নতুন বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ঋতুপর্ণার বর্তমান বসতবাড়ি অনেকটা জরাজীর্ণ অবস্থায় থাকায়, বিসিবি সম্পূর্ণ অর্থায়নে নতুন বাড়ি নির্মাণ করবে।
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে জুমের মাধ্যমে এই সভায় যোগ দেন। মোট ১৪ থেকে ১৫টি এজেন্ডা নিয়ে শুরু হওয়া বৈঠক রাত ৯টা পর্যন্ত চলে। বৈঠক শেষে প্রেস কনফারেন্সে বিসিবির তিন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, ইফতিখার রহমান মিঠু এবং শফিকুল ইসলাম স্বপন গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুলে ধরেন।
ঋতুপর্ণা চাকমা বর্তমানে শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা নারী ফুটবলার। বাবা ও ভাইবিহীন পরিবারে তার আয়ে চলে সংসার, পাশাপাশি মায়ের চিকিৎসার খরচও বহন করেন তিনি। আর্থিক সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরেই নিজের বাড়ির অবস্থা পরিবর্তন করতে পারেননি।
বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যে ঋতুপর্ণার অবদান অনন্য। তার গোলেই বাংলাদেশ ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে। এছাড়া গত মাসে মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জনেও তিনি দুটি গোল করেন। বিসিবির এই পদক্ষেপকে ক্রীড়াঙ্গনে মানবিকতার এক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।