বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বিনোদনমূলক সাতটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের তালিকায় স্থান পায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সম্প্রতি একটি বিশ্লেষণধর্মী জরিপ শেষে এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদমাধ্যম বিবিসি।
বিভিন্ন সময় বিসিবি’র পক্ষ থেকে বিপিএলকে শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর অন্যতম হিসেবে দাবি করা হলেও বাস্তবতা ভিন্ন। সাম্প্রতিক তথ্য বলছে, বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রতিযোগিতায় একেবারেই অনুপস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টটি।
বিবিসি’র তালিকায় শীর্ষস্থান পেয়েছে ভারতের আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ), যার স্কোর ৪.৫৩ (সর্বোচ্চ ৫ পয়েন্টের মধ্যে)। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ৩.৯০ স্কোর নিয়ে।
তৃতীয় স্থানে আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০), যার স্কোর ২.৪৪। এরপর রয়েছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ (১.৯৭), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএল (১.৬০), দক্ষিণ আফ্রিকার এসএ২০ (১.২৩) এবং সর্বশেষে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (১.০৪)।
এই র্যাংকিং তৈরি করতে বিবিসি যে মানদণ্ডগুলো ব্যবহার করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য—
- কতগুলো ম্যাচ গড়িয়েছে শেষ ওভারে বা শেষ বলে,
- ম্যাচপ্রতি চার ও ছক্কার গড় সংখ্যা,
- ঘরের মাঠে খেলার সুবিধা,
- ডট বলের হার,
- আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারদের উপস্থিতি,
- স্পিনার না পেসার—কারা বেশি উইকেট নিচ্ছেন ইত্যাদি।
উদাহরণস্বরূপ, আইপিএলে সাড়ে ১৩ শতাংশ ম্যাচ শেষ হয় শেষ বলে, যেখানে দ্য হান্ড্রেডেও সমান উত্তেজনার নজির রয়েছে। ম্যাচপ্রতি সবচেয়ে বেশি চার-ছক্কা হয়েছে আইপিএল ও পিএসএলে (গড়ে ৪৪টি বাউন্ডারি)।
স্পিনারদের দাপট দেখা গেছে সবচেয়ে বেশি সিপিএলে (৪৩% উইকেট), অন্যদিকে পেসাররা আধিপত্য দেখিয়েছেন বিগ ব্যাশে (৭২% উইকেট)।
বারবার সময়মতো সূচি তৈরি না হওয়া, নিয়মিত দল-বদল, দুর্বল সম্প্রচার কাঠামো, কম আন্তর্জাতিক তারকা, অব্যবস্থাপনা—এই সব মিলেই গত কয়েক বছরে বিপিএল হারিয়েছে জৌলুস। মাঠে যেমন গতি নেই, গ্যালারিতেও নেই দর্শক টান।
নিয়মিত আলোচনায় থাকা তো দূরের কথা, এবার বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকাতেই ঠাঁই হয়নি বিপিএলের। এ যেন এক লিগ আছে, অথচ নেই—আলোচনার বাইরে থাকা একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার নাম হয়ে উঠেছে বিপিএল।