All Bangla News

ঐতিহাসিক ৫ আগস্টের স্মৃতি আজও হৃদয়ে অমলিন: বাঁধন

abn
abn

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঐতিহাসিক দিনের স্মৃতি মনে করে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের বিকেলটি ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরপুর।

মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধন লিখেছেন,
“যখন খবর ছড়িয়ে পড়ল যে শেখ হাসিনা পালিয়ে গেছেন—জনতার গর্জনে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন—তখন যে উল্লাস, যে বিস্ফোরণ জনতার মাঝে দেখা গিয়েছিল, তা আমি জীবনে কখনও দেখিনি। বাসায় বসে, অফিস থেকে বা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে এই অনুভূতি বোঝা যাবে না। এটা বুঝতে হলে সেখানে থাকতে হতো।”

তিনি আরও লিখেছেন,
“পুরো জাতি একসঙ্গে জেগে উঠেছিল। কেউ কেঁদেছে, কেউ হেসেছে, কেউ নেচেছে, কেউ স্লোগান দিচ্ছিলো। চারদিকের বাতাস যেন হয়ে উঠেছিল মুক্তির বিদ্যুতে আলোড়িত। সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। আমি বাংলাদেশের মানুষকে নিয়ে গর্বিত। কী এক বিজয়! কী এক অসাধারণ সাফল্য।”

উল্লেখ্য, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক দিন। ঠিক এক বছর আগে এই দিনে ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটে গণআন্দোলনের মাধ্যমে। সরকার প্রধানসহ সংসদ সদস্য, স্পিকার, প্রধান বিচারপতি এমনকি জাতীয় মসজিদের খতিবও দেশত্যাগে বাধ্য হন আন্দোলনের ব্যাপক চাপে। পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পরাজয় বিরল।

৩৬ দিনের টানা আন্দোলনে সহস্রাধিক মানুষের প্রাণহানির বিনিময়ে প্রতিষ্ঠিত হয় ‘বাংলাদেশ টু পয়েন্ট ও’। এই আন্দোলনকে অনেকেই দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় গণজাগরণ হিসেবে অভিহিত করছেন।