।। নিউজ ডেস্ক।।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তনুরাম এলাকা থেকে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ রাহিলা খাতুন তনুরাম ২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তিনি (৩১ জুলাই) বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেননি।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের পোশাক এবং সঙ্গে একটি জায়নামাজ ছিল। তার গায়ের রঙ শ্যামলা, মাথার চুল পাকা এবং আনুমানিক উচ্চতা ৫ ফুট।
রাহিলা খাতুনের ছেলে জাহাঙ্গীর (পেশায় থাই অ্যালুমিনিয়ামের মিস্ত্রি) জানান, “বিকেল থেকে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি।”
যদি কেউ তার কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
জাহাঙ্গীর (ছেলে)
০১৭৪২১২৮৩৪৮, ০১৭৩৫৮২৫৫১৯