All Bangla News

জনগণ বাস্তবায়ন চায়, প্রতিশ্রুতি নয়: আমীর খসরু

abn
abn

।। ডেস্ক রিপোর্ট।।  
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, বর্তমান শাসকগোষ্ঠী জনগণ ও ব্যবসায়ীদের জন্য কাজ করছে না। তিনি বলেন, “নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে প্রশাসন ও অর্থনীতিকে জিম্মি করে রেখেছে এই সরকার। এই দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বৃহস্পতিবার রংপুর চেম্বার ভবনে “রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অনির্বাচিত সরকারের কারণে বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। বিনিয়োগকারীদের আস্থা কমে যাচ্ছে, অর্থনীতির গতি থমকে গেছে। দ্রুত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই কেবল এ সংকট কাটানো সম্ভব।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার হাসিনার পলায়নের পর মানুষের মনে বড় পরিবর্তন এসেছে। এখন মানুষ প্রতিশ্রুতির বন্যা গ্রহণ করে না, বাস্তবায়ন চায়। বিএনপি জনগণের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে আগামী দিনের পরিকল্পনা করছে, যেখানে অর্থনীতি ও রাজনীতি পরস্পরের সহযোগী হবে।”

আমীর খসরু বলেন, “আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী দেশের অর্থনীতি কুক্ষিগত করতে পারবে না। আমরা প্রতিটি নাগরিকের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করব। উত্তরাঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে লাখো তরুণ-তরুণীর কর্মসংস্থান করা হবে।”

সভায় বক্তারা রংপুর বিভাগের অর্থনৈতিক পিছিয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিএনপি নেতারা বলেন, “এই অঞ্চলের উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা ও ব্যবসাবান্ধব পরিবেশ প্রয়োজন। জনম্যান্ডেটবিহীন সরকার কখনোই প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারে না।”

বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন, জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলামসহ বিভাগীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা ঘোষণা দেন, “ব্যবসায়ী, উদ্যোক্তা ও জনগণকে সঙ্গে নিয়েই গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নেওয়া হবে। রংপুরকে দেশের অন্যতম উন্নয়ন হাবে পরিণত করা হবে।”