।। ডেস্ক রিপোর্ট।।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। আজ বেলা ১১টার দিকে তারা শাহবাগে সমবেত হলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। লাল-সবুজের পতাকা হাতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধা শাহবাগ মোড়ে অবস্থান করছেন। পুলিশ বাহিনীও কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন রয়েছে।
আন্দোলনকারীদের বক্তব্য, “জুলাই সনদ আমাদের অধিকার, দাবি নয়। বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো অগ্রগতি হয়নি। আহত ও শহীদ পরিবারগুলোর ন্যায্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই সনদের দাবি পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন জারি রাখা হবে।”
অবরোধের কারণে শাহবাগ ও সংলগ্ন এলাকায় যান চলাচল সম্পূর্ণ বিঘ্নিত হচ্ছে। পুলিশ ও বিজিবি’র জোরালো উপস্থিতি থাকলেও রাস্তায় যানজট তীব্র আকার ধারণ করেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, “অবরোধের কারণে শাহবাগ মোড় ও আশেপাশের রাস্তায় যান চলাচল অচল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছি।”