।। নিউজ ডেস্ক ।।
রাজধানীতে রাতভর প্রায় ৫০ মিলিমিটার বৃষ্টি হলেও ঢাকার বাতাসের মান উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। আজ সোমবার (২৮ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। সাধারণত বর্ষাকালে বৃষ্টির কারণে বায়ুদূষণ কমলেও, এবার জুলাই মাসের শেষ সপ্তাহেও দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি।
সকাল পৌনে ১০টায় আইকিউএয়ারের বায়ুমান সূচকে ঢাকার স্কোর ছিল ১৩২, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। এই গোষ্ঠীর মধ্যে বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা নারী এবং শ্বাসপ্রশ্বাস বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ আন্তর্জাতিক বায়ুদূষণ তালিকায় ঢাকা শীর্ষ দূষিত শহরগুলোর মধ্যে রয়েছে। এই তালিকায় ১৮১ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা প্রথম এবং ১৭৯ স্কোর নিয়ে বাহরাইনের মানামা দ্বিতীয় স্থানে রয়েছে।
রাজধানীর সবচেয়ে দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে পীরেরবাগ রেললাইন (স্কোর ১৬৫) এবং মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (স্কোর ১৬০)।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হলো পিএম ২.৫ নামক অতিক্ষুদ্র ধূলিকণা, যার মাত্রা বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের চেয়ে ছয় গুণেরও বেশি। বৃষ্টি সাময়িকভাবে দূষণ কমালেও, দূষণ রোধে কার্যকর ও টেকসই পদক্ষেপের অভাবে ঢাকার বাতাসে দীর্ঘস্থায়ী স্বস্তি মিলছে না।