বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ড সংগীতশিল্পী এ কে রাতুল। আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে তার দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। তিনি প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে।
এর আগে, রোববার (২৭ জুলাই) বাদ মাগরিব রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
হৃদয়বিদারক এ বিদায় আসে হঠাৎ করেই। রোববার দুপুরে উত্তরার একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন রাতুল। দ্রুত তাকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ কে রাতুল ছিলেন জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার। তার হাত ধরেই ব্যান্ডটি দেশের সংগীতাঙ্গনে এক নতুন মাত্রা যোগ করে। ২০১৪ সালে ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তি পাওয়ার পর ব্যান্ডটি দারুণ জনপ্রিয়তা অর্জন করে।
চিত্রনায়ক জসীমের তিন ছেলে– এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী তিনজনই জড়িত ছিলেন সংগীতজগতে। রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার হিসেবে পরিচিত। সামী ‘ওন্ড’-এর ড্রামার। আর রাতুল ছিলেন ব্যান্ডটির প্রাণ ভোকাল, বেজ গিটার এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং তিনটিতেই দক্ষতা দেখিয়ে গেছেন।
সংগীতপ্রেমী পরিবারে জন্ম নেওয়া এ কে রাতুল অকালেই চলে গেলেন না ফেরার দেশে। কিন্তু তার সংগীত আর সৃষ্টিশীল কাজগুলো আজীবন স্মরণে থাকবে প্রেমে, শোকে ও শ্রদ্ধায়।