।। ডেস্ক রিপোর্ট।।
অন্তর্বর্তী সরকার অবশেষে তথ্য কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে বলে শনিবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
২০০৯ সালের তথ্য অধিকার আইন অনুযায়ী, কমিশনে একজন প্রধান তথ্য কমিশনার ও দু’জন সদস্য থাকবেন। নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কমিশনারের অন্তত একজন নারী হবেন।
গত বছরের জুলাই আন্দোলনের পর ১০ সেপ্টেম্বর তৎকালীন প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও কমিশনার শহীদুল আলমকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে ২০ জানুয়ারি কমিশনার মাসুদা ভাট্টিকেও অপসারণ করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গত বুধবার অকার্যকর তথ্য ও মানবাধিকার কমিশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এর আগে, ডিসেম্বরে তথ্য অধিকার ফোরাম কমিশন পুনর্গঠনের দাবি তোলে। প্রায় এক বছর শূন্য থাকার পর সরকার এই পদক্ষেপ নিল।