All Bangla News

গাজায় মানবিক বিপর্যয়; একদিনে অনাহারে ১৫ জনের মৃত্যু

abn
abn

।। আন্তর্জাতিক ডেস্ক ।।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট আরও ঘনীভূত হয়েছে। মঙ্গলবার (স্থানীয় সময়) অনাহারে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ছয় সপ্তাহ বয়সি এক নবজাতকও রয়েছে। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, দীর্ঘদিন ধরে ক্ষুধা ও দারিদ্র্যের কবলে থাকা এই উপত্যকায় খাদ্য সংকট মারাত্মক রূপ নিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনের পর এ পর্যন্ত অনাহারে প্রাণ গেছে অন্তত ১০১ জনের। এদের মধ্যে ৮০ জনই শিশু। অধিকাংশ মৃত্যুই ঘটেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে।

প্রতিবেদনে বলা হয়, অনাহারে মৃত ছয় সপ্তাহ বয়সি শিশুটির নাম ইউসুফ আবু জাহির। পর্যাপ্ত দুধের অভাবে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। শিশুটির চাচা আদহাম আল-সাফাদি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “বাজারে কোথাও দুধ নেই। আর পাওয়া গেলেও ছোট একটি টিনের দাম ১০০ ডলার পর্যন্ত।”

মঙ্গলবার প্রাণ হারানো অন্যান্যদের মধ্যেও রয়েছে আরও তিন শিশু। তাদের একজন ১৩ বছর বয়সি আব্দুলহামিদ আল-ঘালবান, যার মৃত্যু হয় গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের একটি হাসপাতালে।

গেল মার্চ মাসে ইসরায়েল গাজার ভেতরে সব ধরনের পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলে খাদ্য মজুত দ্রুত ফুরিয়ে যায়। পরে মে মাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত সংগঠন ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ এর মাধ্যমে সীমিত সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই প্রক্রিয়ায় জাতিসংঘকে কোনো ভূমিকা রাখতে দেওয়া হয়নি।

তবে এই সহায়তা বিতরণকেন্দ্রগুলোর আশপাশে মানবিক সহায়তা নিতে গিয়ে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানিয়েছে। এর বেশিরভাগ ঘটনাই ঘটেছে মে মাসের পর থেকে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি বলেন, “জিএইচএফ-এর সহায়তা বিতরণ পদ্ধতি এক প্রকার নৃশংস মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সহায়তার আশায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। যা এক ধরনের বৈধতা পেয়েছে বলেই মনে হয়।”

ইসরায়েল দাবি করছে, এসব সহায়তা হামাস ছিনিয়ে নিচ্ছে। তবে তারা এখনো এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে, জিএইচএফ জাতিসংঘের দেওয়া তথ্যকে ‘অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে।