All Bangla News

শিক্ষার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ: আহত ৩৫

abn
abn

।। ডেস্ক রিপোর্ট।।  
শিক্ষা উপদেষ্টা সি.আর. আবরার ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষে প্রায় ৩৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

আহত এক শিক্ষার্থী জানান, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক confirm করেন, “সচিবালয় সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩৫ জন আহত শিক্ষার্থীকে এখানে আনা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।”

এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সচিবালয় চত্বরে উত্তেজনা অব্যাহত ছিল।