।। ডেস্ক রিপোর্ট।।
বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার প্রতিবাদে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিয়াবাড়ি গোলচত্বর অবরোধ করে তারা ৬ দফা দাবি উপস্থাপন করে। দুপুর ১২টার দিকে বিক্ষোভ চলমান ছিল।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি:
১. নিহত শিক্ষার্থী ও কর্মীদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের ওপর সেনাসদস্যদের হাত তোলার ঘটনার জন্য বিমানবাহিনীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. ঝুঁকিপূর্ণ পুরনো বিমান বাতিল করে আধুনিক যানবাহন চালু করতে হবে।
৬. প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্রগুলো মানবিক ও নিরাপদ করতে হবে।
শিক্ষার্থীদের দাবি, নিহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি, যা গোপন করা হচ্ছে। তারা সতর্ক করে দিয়েছে, দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ জারি রাখবে।
সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সরকারি হিসাবে ২৭ জন নিহত হলেও শিক্ষার্থীরা দাবি করছে, প্রকৃত সংখ্যা শতাধিক। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই দাবি খারিজ করে জানিয়েছে, হতাহতের তথ্য গোপন করা হয়নি।